চান্দিনা উপজেলা ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম ব্যস্ত উপজেলা । ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী হওয়ায় চান্দিনা ব্যবসা বানিজ্যের প্রাণ কেন্দ্রে পরিনত হয়েছে । এ উপজেলায় ২৭ টি হাট বাজার আছে । তার মধ্যে চান্দিনা পৌরসভা্ ও দোল্লাই নবাবপুর বাজার ক্রমবর্ধিষ্ণু অর্থনৈতিক কেন্দ্রে (Growth Center) পরিনত হয়েছে । পাশ্ববর্তী চাদঁপুর জেলার কচুয়া ও কুমিল্লা জেলার বরুড়া, দেবিদ্বার ও বুড়িচং উপজেলার জন সাধারণ এই উপজেলায় ব্যবসা বানিজ্যের খোজে নিয়মিত আগমন করে । চান্দিনা উপজেলায় ০৫ টি বড় গরু বাজার রয়েছে । এগুলো হলো যথাক্রমে- ১. চান্দিনা পৌরসভার গরু বাজার, ২. রসুলপুর গরু বাজার, ৩. দোল্লাই নবাবপুর গরু বাজার, ৪. বদরপুর গরু বাজার, ৫. নতুন বাংলা বাজার ইত্যাদি ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS