চান্দিনা উপজেলা যুগে যুগে অনেক প্রখ্যাত ও বিদগ্ধ গুনীজনের জন্ম দিয়েছে । প্রাচীনকালের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শ্রী শৈলেন ভদ্র চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামের বাসিন্দা ছিলেন । এই উপজেলা বহু পীর-মাশায়েখ ও পন্ডিত ব্যক্তি বর্গের ও জন্মস্থান হিসেবে স্বীকৃত । সর্বজন শ্রদ্বেয় মাওলানা আলহাজ্ব ইসমাইল হোসেন মুন্সী এই উপজেলার গল্লাই ইউনিয়নের গর্বিত সন্তান ছিলেন । তারই উত্তর প্রজন্ম ও সুপুত্র অধ্যাপক মোঃ আলী আশরাফ এম পি স্বাধীনতা পূর্বকালীন সময় থেকে চান্দিনার গণ মানুষের সার্বিক কল্যানে নিয়োজিত রয়েছেন । তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রীয়ভাবে অংশ গ্রহন করেণ এবং এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন । তিনি ১৯৭৩ সাল থেকে অধ্যাবদি সম্মানীত সংসদ সদস্য হিসেবে চান্দিনা ও বাংলাদেশের মানুষের কল্যাণে নিরলশ পরিশ্রম করছেন । ইতপূর্বে তিনি জাতীয় সংসদে ডেপুটি স্পীকার হিসেবে যথেষ্ঠ সম্মান ও শ্রদ্ধা কুড়িয়েছেন । এছাড়া্ বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি ও সদস্য হিসেবে উল্লেখ যোগ্য অবদান রেখেছেন । বর্তমান সংসদের বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ অলংকৃত করেছেন । এছাড়া আরো উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন :
১. মোঃ ইরশাদুল হক (সাবেক শিক্ষা সচিব) গল্লাই
২. ডাঃ প্রাণ গোপাল দত্ত (মহিচাইল), ভিসি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
৩. আ.হ.ম. আবুল কাশেম (সাবেক এল জি আর ডি সচিব) ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS