চান্দিনা উপজেলা সদর হতে সিএনজি যোগে দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের আওতাধীন এ বিলে যাওয়া যায়।
বিস্তারিত
#ঘুরগার বিল নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যের অপরূপ আধার। দেশ-বিদেশের পর্যটকদের কাছে এটি প্রাকৃতিক সম্পদে পূর্ণ এক নয়নাভিরাম পর্যটন স্পট। ঐতিহাসিক এ বিলের অবস্থান চাঁদপুরের কচুয়া, কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দির মধ্যবর্তী অঞ্চলজুড়ে যার ভৌগলিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। সরকারী-বেসরকারী মালিকানা মিলে এ উম্মুক্ত বিলের আয়তন প্রায় শত একরের কাছাকাছি। এ বিলে প্রায় ৫০-৬০ রকমের দেশি প্রজাতির মাছ পাওয়া যায়। আরো রয়েছে সাপ, ব্যাঙসহ বিবিধ প্রজাতির জলজ প্রাণী ও মৌসুমি পাখির অবাধ বিচরণ। প্রাকৃতিকভাবে বেড়ে উঠা লাল ও সাদা প্রজাতির শাপলা এ বিলের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। পানিতে নিমজ্জিত আছে বিভিন্ন প্রজাতির আকর্ষণীয় শৈবাল, কচুরিপানাসহ হরেক রকমের জলজ উদ্ভিদ। ভোরের দিগন্তবিস্তৃত বিস্তীর্ণ জলরাশি ও ফুটন্ত শাপলার অপরুপতা সৌন্দর্য পিপাসুদের মনকে দোলা দিয়ে যায়। শুস্ক-বর্ষা মিলে বছরে দুবার এখানে ধানের ফলন হয়। তবে, সারা বছর জুড়ে মাছ ধরা এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান পেশা। একমাত্র পরিবহন মাধ্যম হিসেবে ডিঙ্গি নৌকার অবাধ বিচরন ঘুরতে আসা পর্যটকদের নজর কাড়বেই।