Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঘুঘরার বিল
স্থান

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা দোল্লাই ইউনিয়ন

কিভাবে যাওয়া যায়

চান্দিনা উপজেলা সদর হতে সিএনজি যোগে দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের আওতাধীন এ বিলে যাওয়া যায়।

বিস্তারিত
#ঘুরগার বিল নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যের অপরূপ আধার। দেশ-বিদেশের পর্যটকদের কাছে এটি প্রাকৃতিক সম্পদে পূর্ণ এক নয়নাভিরাম পর্যটন স্পট। ঐতিহাসিক এ বিলের অবস্থান চাঁদপুরের কচুয়া, কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দির মধ্যবর্তী অঞ্চলজুড়ে যার ভৌগলিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। সরকারী-বেসরকারী মালিকানা মিলে এ উম্মুক্ত বিলের আয়তন প্রায় শত একরের কাছাকাছি। এ বিলে প্রায় ৫০-৬০ রকমের দেশি প্রজাতির মাছ পাওয়া যায়। আরো রয়েছে সাপ, ব্যাঙসহ বিবিধ প্রজাতির জলজ প্রাণী ও মৌসুমি পাখির অবাধ বিচরণ। প্রাকৃতিকভাবে বেড়ে উঠা লাল ও সাদা প্রজাতির শাপলা এ বিলের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। পানিতে নিমজ্জিত আছে বিভিন্ন প্রজাতির আকর্ষণীয় শৈবাল, কচুরিপানাসহ হরেক রকমের জলজ উদ্ভিদ। ভোরের দিগন্তবিস্তৃত বিস্তীর্ণ জলরাশি ও ফুটন্ত শাপলার অপরুপতা সৌন্দর্য পিপাসুদের মনকে দোলা দিয়ে যায়। শুস্ক-বর্ষা মিলে বছরে দুবার এখানে ধানের ফলন হয়। তবে, সারা বছর জুড়ে মাছ ধরা এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান পেশা। একমাত্র পরিবহন মাধ্যম হিসেবে ডিঙ্গি নৌকার অবাধ বিচরন ঘুরতে আসা পর্যটকদের নজর কাড়বেই।