স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পরিষদের বিভিন্ন মেয়াদী পরিকল্পনা ও বাজেট প্রণয়ন প্রতিষ্ঠানটিকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, সেবামূখী ও জনবান্ধব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে একটি অন্যতম আবশ্যিক উদ্যোগ হিসেবে বিবেচিত। কার্যকর, টেকসই ও সময়োপযোগী পরিকল্পনা প্রণয়ন এবং এর সুষ্ঠু বাসত্মবায়নের মাধ্যমেই কেবল উপজেলা পরিষদ একটি গণতান্ত্রিক শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। এ লক্ষ্যেস্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাসত্মবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর আওতায় পাইলটিং ৭ জেলার ৬৫ উপজেলাতে ২০১৪-১৫ অর্থবছরের পরিকল্পনা ও বাজেট বই প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৭ জেলার ৬৫ উপজেলাতে পরিকল্পনা ও বাজেট বই প্রণয়নে সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে দিনব্যপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ২য় তফসিল অনুসারে ১৮টি কার্যাবলী উপজেলা পরিষদের উপর ন্যসত্ম করা হয়েছে (পরবর্তীতে ২১টি করা হয়েছে)। কার্যাবলীর মধ্যে অন্যতম হলো ‘পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি করা’। এছাড়াও ‘পরিষদের নিকট হসত্মামত্মরিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মসূচি বাসত্মবায়ন এবং উক্ত দপ্তরের কাজসমূহের তত্ত্বাবধায়ন এবং সমন্বয় করা’পরিষদের অন্যতম কাজ হিসেবে উলেস্নখ রয়েছে। স্থায়ীকমিটিসমূহ যথারূপে গঠন ও কার্যকরী হওয়ার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে উপজেলা পরিষদ সরকারি বিভাগগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন ও কার্যকর নাগরিক সেবা প্রদানে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখা।
২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের নির্বাচনের মাধ্যমে আবারও নতুনভাবে উপজেলা পরিষদের যাত্রা। তাই নবগঠিত এ পরিষদকে কার্যকর, গণতান্ত্রিক, প্রশাসনিক ও সেবামূখী একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা একামত্ম প্রয়োজন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন ইত্যাদিকে ঘিরে সরকার ও উন্নয়ন সহযোগীদের অনেক প্রকল্প রয়েছে। কিন্তু উপজেলাকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে সহায়তার জন্য উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) একমাত্র প্রকল্প। এখানে এ প্রকল্প ছাড়া আর কোনো প্রকল্প বা সহায়তা নেই।
স্থানীয় সরকারের অতীব গুরম্নত্বপুর্ণ দ’ুটি সত্মর তথা ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ। এ দু’টি পরিষদকে অধিকতর শক্তিশালী ও কার্যকর করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণকে কাঙ্খিত সেবা প্রদানের লÿÿ্য সরকার বিভিন্নভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইইউ ও এসডিসি এর আর্থিক অনুদানে এবং কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের সরাসরি তত্ত্বাবধানে আগষ্ট, ২০১১ - জুলাই, ২০১৬ পর্যমত্ম ৫ (পাঁচ) বছর মেয়াদে দ’ুটি প্রকল্প বাসত্মবায়ন শুরম্ন হয়েছে। উপজেলা পরিষদকে সহযোগিতা করার জন্য ‘‘উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)’’ এবং ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করার জন্য সমধর্মী অন্য একটি প্রকল্প ‘‘ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি)’’ চালু হয়েছে। মূলতঃ এ দু’টি প্রকল্প দেশের সাতটি বিভাগের সাতটি জেলায় বাসত্মবায়ন করা হচ্ছে। সাত জেলার সফল কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় বাসত্মবায়ন করা হবে। প্রকল্প দু’টি উপজেলা ও ইউনিয়ন পরিষদের অধিকতর সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে। যেমন: সমন্বিত পঞ্চবার্ষিকী ও বার্ষিক পরিকল্পনা প্রণয়ন, অংশগ্রহণধর্মী স্বচ্ছ বাজেট প্রণয়ন, জবাবদিহিমূলক মৌলিক সেবাদান কার্যক্রম এবং ২০১৫ সালের মধ্যে অর্জনযোগ্য জাতিসংঘ ঘোষিত সহস্রাদ্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা (গউএং) অর্জনে বিশেষ অবদান রাখবে।
উপজেলা পরিষদকে শক্তিশালী ও জবাবদিহি করে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পঞ্চবার্ষিকী ও বার্ষিক পরিকল্পনা প্রণয়ন, অংশগ্রহণধর্মী স্বচ্ছ বাজেট প্রণয়নের লক্ষ্যে একদিনের এ কর্মশালার মাধ্যমে সকলের মূল্যবান মতামত, অংশগ্রহণ ও সুপারিশসমূহের ভিত্তিতে দরিদ্রবান্ধব পরিকল্পনা ও বাজেট প্রণয়ন সহজতর হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস