কুমিল্লার চান্দিনা উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের এএসিওরা আন্তরিকতা নিয়ে বিচারিক সেবা নিশ্চিত করলে জনগণ সুফল পাবে। গ্রাম আদালত কার্যক্রমে প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করণসহ ন্যায় বিচারের এ সেবা সম্পর্কে ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় ভাবে প্রচার প্রচারণা চালানো হলে সাধারণ মানুষ এর সুবিধা সম্পর্কে অবহিত হতে পারবে।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের চান্দিনা উপজেলা সমন্বয়কারী এস, এম, সাখাওয়াত হোসাইন সায়েদ এবং নুরুল আমিন, অত্র উপজেলায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম ও অগ্রগতির উপর বিস্তারিত চিত্র তুলে ধরেন।
এই দ্বি-মাসিক সমন্বয় সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (এএসিও) অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস